খিদে
খিদে
আহমেত কামাল
শেষ দেখার হাওয়া
এখনও দোলায়। আমিও ম্রিয়মাণ হয়ে পড়ি উপকূলীয় খিদেয়।
তোমার ওখানে বুলবুলি এখনও কী গায়
শিমুলের শেষমাথায় উঠে একটানা গান?
ওকে গাইতে দাও,,।খিদে পেলে পাখি এমনই গায়!
আমার গোপন সেই খিদের কথা নাইবা বললাম । তবে নির্মলবাবু
নির্মলতা মেলে ধরে,,,,
কিছু একটা জানার জন্য।
সরতে সরতে সরলতা রেখে যাই,,,
তবে শেষদেখা যদি পূর্ণদেখা হয়। তিব্বতি নদী পার হয়ে
আমিও আকাশে
উড়িয়ে দিব ৯৯ ঘোড়ার পরিধি।
Subscribe
Login
0 Comments
Oldest