খুঁজি আর খুঁজি
খুঁজি আর খুঁজি
মহঃ সানারুল মোমিন
চলো একটু খুঁজি,
প্রভাতের আলো আর আকাশের নীল,
পৃথিবীর কোণে।
যেখানে হারায় সুর
হারায় শৈশবের ছেলেবেলার শঙ্খ চিল।
পল্লী ভিখারির গানে।
সূর্যকে কি খুঁজে পাও?
খুঁজো আঁধারের স্নিগ্ধ ওষ্ঠযুগলের মাঝে।
কিংবা দরিদ্রের প্রাণে।
আঁধারকে খুঁজি আজ,
খুঁজে পাই ক্ষ্ণান্ত বুড়ির কুঁড়েঘরের সাঁঝে।
দুঃখীদের জীবনে মনে।
চাঁদের হদিস নেই,
আদরে কি ঘুমায় অন্তিম মেঘেদের কোলে?
কিংবা হারায় আঁধারে।
খোঁজেও নেই খোঁজ,
কোথায় গেছে চলে-যায় নি সে কিছু বলে।
খুঁজি রাতের গভীরে ।
………………………………………………………
তারিখ-২৭/০৮/২০২২ শনিবার
খড়গ্রাম,মুর্শিদাবাদ, পঃব,ভারত
Subscribe
Login
1 Comment
Oldest