খুঁজে ফেরা
খুঁজে ফেরা
হাকিকুর রহমান
হাত দু’টি বাড়িয়ে ডাক দিলো সে,
হবে দেখা কোন পল্লব কাননে-
কোন এক দ্বিপ্রহরে,
কোন এক অশ্বত্থের বিজন ছায়ে।
হিমেল হাওয়ার শীতল স্পর্শ
হৃদয়, ললাট চুমে যাবে,
কি প্রশান্তির দোলাতে দুলে উঠবে
অন্তরের অন্তস্থল।
হয়তো দেখা হবে,
কোন এক নিঃশব্দ, নিরালায়।
সেই সে নব যৌবনে,
খুঁজে ফিরেছি
খুঁজে ফিরেছি নব উদ্দমে,
যে পাবো তার দেখা-
খুঁজেছি তারে শিমুলের ডালে,
খুঁজেছি তারে হৃদয়ের ভালে-
খুঁজেছি তারে শিরা-উপশিরায়,
খুঁজেছি তারে অনন্ত ধারায়।
আজিকে এই ক্ষণে
নিভানো অশোক আগুনে,
তবুও খুঁজে ফিরি জন্মান্ধের মতো
আবারও নতুন করে-
অতি নিঃশব্দে, ক্লিষ্ট হরিণের স্তব্ধ পায়ে,
বনে, বনান্তরে
নগরে, পরিব্যাপ্ততায়,
আজও খুঁজে ফিরি।