খেয়া পারাপার
হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম
তাকিয়ে দ্যাখিনি পিছু
কতো মানুষ বন্ধুবান্ধব ছিলো সাথে
অনেকে পাড়ি জমিয়েছে অন্যের কাঁধে চড়ে।
এখনো ভাবিনি, প্রস্তুতি নেইনি —
দরজা যেদিন নাড়বে কড়া, সেইদিন খাবো জন্মের ধরা
সময় মিলবে না ঘাড় ফেরাবার —
এতদূর এগুতে গিয়ে কি হারিয়েছি তা দ্যাখবার।
পথের ধুলোয় পদচিহ্ন দ্যাখে —
এগিয়ে যাবে পথিক
খুঁজে পাবেনাকো কোথাও মোরে
মিশে গিয়েছি সবুজ দূর্বাঘাসে।
হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম
একপাশে পাহাড়, অন্য পাশে ধুসর মরুভূমি
সম্মুখে বিস্তৃত সাগর, উত্তাল ঢেউ
শূন্য হাতে এসেছি খেয়াঘাটে —
ঈমানী শক্তি চায় মাঝি খেয়া-পারাপারে।
০৯/০৭/২০২২ সৌদি আরব
Subscribe
Login
0 Comments
Oldest