গদ্যযাপনের জীবন
কোথায় গেল সেই সূর্যমুখি সময়ের পানকৌড়ি-জীবন!
দুর্দান্ত অধ্যায়ের সোনাফলা সময়, ফলবতী ভাবনারা!
কোথায় লাপাত্তা হলো আজ তারা?
বেরসিক পথ আমায় বারবার হারিয়েছে বাঁকেবাঁকে
আমি কি ভুলেছি তবে স্বপ্নের সুর?
যাকে বদলে দিয়েছি আমি আমার মতো করে
সে এখন রীতিমত টক্সিক!
আমার তাবৎ সত্তা জুড়ে আজ দেখি তার
জবরদখল; এক প্রকট কারবার।
তাই বুঝি ভুলেছি আমি আজ কবিতা-জীবনের রনণ!
নিরন্তর করেছি লালন বাধ্য কয়েদীর মতন
এক গদ্যযাপনের জীবন।
(২৩১১২৪, ঢাকা)
Subscribe
Login
0 Comments
Oldest