গদ্য কবিতা
বুকচিড়েছে প্রথম সূর্যোদয়
সূর্যোদয়, এদিক সেদিক রাস্তাঘাট, বরফ হাত – আর না
পাহাড়ী রাস্তার ঘাম মাখবো – ধুস পাহাড় কোলে ঠান্ডা মাখে
লোমকূপ ; রোমকূপ – নিঃসঙ্গ অঞ্জলি শেষে কুড়িয়ে পাওয়া ঠান্ডা ধূপ।
পাহাড়ে রোদ মাখলে তো ঘাম হয় না পরিযায়ীর – পাহাড়ী, রোদে ঘামে ভেজে।
ফায়ারপ্লেস ঘুলঘুলি – ছাই গিলে
গান ধরে, একই তালে মাঝির নেশা সীমা অতিক্রম করে
মাঝ সমুদ্রে পাহাড়ের সওদা করে।
সবচেয়ে উঁচু ঘরদোর
সবচেয়ে উঁচু অস্বচ্ছ জানলা
আরো উঁচু
আরো উঁচুতে দাঁড়ালে প্রথম সূর্যোদয়
যতটা বুকচিড়েছে
যতটা স্থানু ও স্থির।
Subscribe
Login
0 Comments
Oldest