গোলাপ হয়ে জন্মাব
পর জন্মে গোলাপ হয়ে জন্মাব
থাকব কোনো এক প্রেমিকার কাছে।
প্রেমিক যখন আমায় তুলে দেবে প্রেমিকার হাতে-
সে তখন আমাকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখবে,
আমার গন্ধ শুঁকবে, পাব প্রথম স্পর্শ কোমল দুই ঠোঁটের।
পরে ঠাঁই হবে তার প্রেমের ডায়েরিতে,
অত পাতার চাপে শুকিয়ে গেলেও
একটু দুঃখ পাব না-
কারণ, থাকব হাজার হাজার মনের কথা, প্রাণের ভাষার মাঝে।
মনে যখন পড়বে প্রেমিকের কথা, প্রেমিকা তখন
আমায় হাতে নিয়ে দেখবে-
আমি তাকাব এমন এক মুখের দিকে যার সৌন্দর্য সারা বিশ্বের রূপের থেকেও সুন্দর।
প্রেমিকের কথা চিন্তা করতে করতে যখন
আমায় বুকে নিয়ে শুয়ে পড়বে সোফায় নয়ত বিছানায়,
তখন অনুভব করব যেন রয়েছি স্বর্গের নন্দনকাননে-
মিষ্টি মধুর ফুল ফুটে রয়েছে চারিদিকে, তাদের অবর্ণনীয় সুবাস, মায়াভরা আকর্ষণ,
এখানেই হবে আমার গোলাপ জন্মের সার্থকতা।