ঘর সংসার
সামনে সংসার হবে ভালোবাসা হীন
স্বামী স্ত্রীর মধ্যে হবে অলিক পৃথিবী,
রোবটের মত ন্যায় ঘরের অস্তিত্ব
মরুভূমির শুষ্ক মনে হবে কর্মজীবী।
স্ত্রীদের প্রতি স্বামীর রবেনা বিশ্বাস
বিয়ের পূর্ব সম্পর্কে হবে অভিমানী,
পিছুটান থেকে হবে মনে কালমেঘ
বলবে যত অতীত না এখন জানি!
কেউকে কেউ কখনো বিশ্বাস হবে না
আগের সম্পর্কে নিয়ে হবে খেসারত!
বিয়ের সম্পর্কে হাত খোদার লিখন
খণ্ডাতে পারেন কেই জীবনের পথ।
এই সম্পর্কের দায় শুধু আমাদের
তথ্য প্রযুক্তির যুগে সহজ পন্থার,
দোষ শুধু দিয়ে নয়, বাবা ও মায়ের
নিজের বিবেক বুদ্ধি কুড়াল খন্তার।
Subscribe
Login
0 Comments
Oldest