ঘুমকুমারী রাজকন্যা
সাঁঝেরবেলায় মোহময়ী আলো-আধারীর খেলা
নব্য আবেশে দোদুল্যমান কল্পনার ভেলা
জাগতিক কল্পছায়ায় নিদারুণ প্রতীক্ষার অবসান
নান্দনিকাতার পূর্ণতায় প্রিয় তোমারই আহ্বান।
কভু কল্পরাজ্যে যেন অস্থির বিচরণ করি
রিক্তহৃদে নিদ্রাতীত স্বপ্নবাষ্প তরী
মরীচিকায় রূপবন্দনায় প্রিয় তোমাকেই স্মরি।।
রিনিঝিনি অনুরণে স্বপ্নরাজ্য আরোহণ
তিতিক্ষার নির্বাসনে ঘুমরাজ্যে উৎসারণ
কাব্যিক রাজকন্যা ওগো তোমার আমন্ত্রণ…
Subscribe
Login
0 Comments
Oldest