চলেছে সমাজ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

ঘুটঘুটে অন্ধকারেও নিরাপদে পথ চলে ধূর্ত শিকারি;
মানুষের সমাজের অলিগলি অন্ধ চোরাপথে চলে দুরাচারী।
চতুর শেয়ালের মতো খোপ থেকে মুরগি নেয় তুলে;
তাদের সুমিষ্ট কথায় সাধারণ মানুষেরা কষ্ট যায় ভুলে।

কখনো কাকের কন্ঠেও শুনি সুমিষ্ট কোকিলের সুর;
কোকিল আড়ালে থাকে, তার মন হতাশায় বেদনাবিধুর।
কুজনেরা, বেহায়ারা বিজয়ের উল্লাসে মাতে হাত নেড়ে;
এভাবেই চলেছে সমাজ, চলেছে সভ্যতা ভব্যতা ছেড়ে।

রচনাকাল: ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২২।

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।