চাইলে কি পাই!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
ডাকতে গেলে হোঁচট লাগে
ব্যথায় বুকের কাঁপন জাগে,
যাচলে তবু বাদল ধারা
শীত সেধে দেয় ব্যাপক সাড়া,
বিজলী বিলায় রামধনুতে হাসি!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
খুঁজতে গেলে হিয়ার মাঝে
কাউয়া ডাকে ব্যাকুল সাঁঝে,
স্মৃতির ধারে গড়লে বেলা
শোল ধেয়ে খায় ট্যাংরা চেলা,
ভেক হতে চায় শিউলি তলার মাসী!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
Subscribe
Login
0 Comments
Oldest