চাই মহৎ মন
চাই মহৎ মন
মোঃ হেদায়েতুল ইসলাম
যে মন অন্যের হিতার্থে থাকে মগ্ন,
সৃষ্টির সেরা মন হতে পারে না তা ভগ্ন।
যে মন ভাঙ্গা সেই বড় দুঃখী,
যে মন চাঙ্গা সেই বড় সুখী।
যে মনে নেই জোর সেতো অসহায়,
যে মনে আছে জোর সে পিছুটানে নাহি চায়।
যে মনের দিক থেকে সদা ভীতু,
জীবনের বাঁকে বাঁকে থাকবে হয়ে থিতু।
যে মনে হিংস্রতা বিরাজ করে,
ভয়াবহ পরিণতি আছে তার তরে।
যে মনে হিংসা ছড়িয়ে যায়,
সেই মনে ভালো কাজ করা বড় দায়।
যে মনে অহমিকা বেঁধে ফেলে বাসা,
অপদার্থ বলো তারে নিচুতায় তার মন ঠাসা।
যে মন অন্যের ক্ষতিতে থাকে সদা মগ্ন,
টুটি ধরে বলো তারে দূর হ তোর মন রুগ্ন।
যে মনে মায়া দয়া ভালোবাসা নাই,
এমন নিষ্ঠুর নির্দয় মন নাহি ভবে চাই।
যে মন অন্যের ব্যথাতে নাহি পায় ব্যথা,
হ্যা! অমানুষ সে অতি সত্যি এ কথা।
যে মনে মানবিকতায় ভরা বড় দয়াবান,
চল গাই মহৎ মনের তরে জয়গান।
যে মন শান্তির জন্য অবিরত কাজ করে,
চাই মহৎ মন পৃথ্বীর প্রতিটি ঘরে ঘরে।