চালশের বৈচিত্ত্য বোধ – অসীম চক্রবর্ত্তী
বয়সের ভারে আধ বুড়ো হয়েছি ঠিক
তবে প্রেমবৈচিত্ত্য বোধ এখনও যায় নি
কখনও কি দিন ফুরানো নিস্তব্দ সন্ধ্যা
বন্ধনে বদ্ধ বিকেলের পানে চায় নি?
এ প্রশ্ন শুধু আমার কেবল নয়
সমস্ত চালশেই হয়তো রয়েছে এই দলে
প্রেম প্রেম ভাব মনে একটা হচ্ছে
নাই বা হলো এই নিশ্চেষ্ট প্রেম
নাই বা প্রেম মিললো মিলন ফলে।
তার ঐ নির্বাক চোখের বিকেলের নির্জনতায়
মন পুড়েছে আমার নির্গূঢ় দৃষ্টির আগুনে
আর তার ঐ আতপহীন নির্জন ছায়াই
আমাকে উদ্বেল করেছে আমার চল্লিশের ফাগুনে
জানি রয়েছে সুস্পষ্ট বন্ধনের সুউচ্চ পাহাড়,
বিচ্ছেদের উচ্ছল নদী, অসম্মানের কর্দমাক্ত নালা
তবুও নিঃশব্দে চলেছি গর্হিত ভাবনার অন্ধকারে
জানিনা কবে যে বিভ্রম বিমোচিত হবে
ঘুচবে বৈচিত্ত্য বোধের এই কঠিন জ্বালা …