চেনা শহরের অচেনা সময়
দু চোখ দিয়ে আগলে রাখা শহর তোমার,
কাদছে যেনো হটাৎ কিসের অবহেলায়,
কান্না মাখা হাহাকারে হচ্ছে দেখো কত বলি,
এবার নাহয় দাও পরিত্রাণ,মেলামেশা হোক চালু,মনের দুটো কথা বলি,
কথার উপর জমছে কথা,মনের উপর বাড়ছে চাপ,
বিধাতার একি খেলা,কিসের ছিল এত পাপ?
মনের ঘরে কোয়ারেন্টাইন,বাইরে রাখা সামাজিক দূরত্ব,
অনেক হলো বছর বছর,এবার তোলো এসব শর্ত,
ভাঙছে দেখো শর্ত তারা,যারা চালায় দেশ,
ওষুধেও বিষ মেশাচ্ছে,ধরে উচ্চ পদের বেশ,
বাতাস নাকি বিশুদ্ধ, নেগেটিভ শুধু নিশ্বাস,
রোগ টা নাকি পজিটিভ ,বাতাস কে করে বিশ্বাস।।
Subscribe
Login
0 Comments
Oldest