ছবির খেলা – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছবির আজ যে বড্ড কদর শখের জীবন জুড়ে
দেখতে নয়গো তুলতে নজর নতুন দৃশ্য ঘিরে ।
হিড়িক লেগেছে ছবি তোলার হরেক রকম ঢঙে
কাছের দুরের কখনো একলা কখনো গ্রুপের সঙ্গে ।
দুহাত কোমরে এক পা বেকিয়ে নয়তো কাঁধটি ফিরে
যখন ইচ্ছে বিকেল রাত্রে সকাল কিংবা দুপুরে ।
হাত পা কাটা চক্ষু বোজা যে সব বাজে লাগে
সে সব ছবি মুছে ফেলে দেদার সবার আগে ।
ক্ষান্ত নয়গো চলে বাছাই ভালোর মধ্যে ভালো
অনায়াসেই বাদ দিয়ে দেয় যেসব উঠেছে কালো ।
বাছাই পর্বে জায়গা পায় না এড়ো ছবি ছাড়ার
ছবির খেলায় মেতেছে যেন ফোনের ফটোগ্রাফার ।
গ্রুপেতে আছে হাজার হাজার অনেক বন্ধু স্বজন
দেখবে খুলে লাইক দিল কটা কমেন্ট দিল কজন ।
মেরে কেটে গোটা দশেক হয়তো বা কেউ দেখে
নেহাৎ শুধু লাইক দেবার নিয়মে মানটি রাখে ।
কিই বা আছে? কি পান তারা? ছবি ছাড়ার খেলাতে
হিড়িক পড়েছে ছবি ছাড়ার আজব শখের মেলাতে ।
ছবির ভূত এক মাথায় চেপেছে ভাবের মনুষ্য জুড়ে
যদিও ছবি পড়েই থাকে ফোনের আঁস্তাকুড়ে ।

0

Publication author

offline 1 year

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।