ছোট্ট বেলার খেলা
ছোট্ট বেলার খেলা
মহঃ সানারুল মোমিন
নগর,মুর্শিদাবাদ
শুন খুকি শুন
চল,”মা”কে গিয়ে বলি।
পড়াশোনা বাদটি রেখে
“ছোল টুকা টুক” খেলি।
আমড়া তলে,ছন্দ তুলে,
ঘুঁটিং নিয়ে “ঘুঁটিং ঘুঁটিং” খেলি।
দীঘির জলে,শাপলা ফুলে
লুকোচুরি ডুবটি দিয়ে চলি।
“এক্কা দোক্কা” প্রিয় খেলা
খেলি সেটা সকাল বেলা।
ছোল কিৎ কিৎ বিকেল বেলা।
“ভূ রে ভূ” আরও অনেক খেলা খেলি।
পড়াশুনা বাদটি রেখে,
চল,খেলার দেশের চলি।
চল না খুকি আদর করে,
কানে কানে “মা”কে গিয়ে বলি।
Subscribe
Login
0 Comments
Oldest