ছোট ছোট কিছু কথা
ছোট ছোট কিছু কথা বয়ে আনে প্রীতি
ছোট ছোট কিছু কথা হয়ে রয় স্মৃতি,
ছোট ছোট কিছু কথা ঢেলে চলে জ্বালা
ছোট ছোট কিছু কথা গলে দেয় মালা।
ছোট ছোট কিছু কথা হয়ই মান ঘাতী
ছোট ছোট কিছু কথা গড়ে সুর খ্যাতি,
ছোট ছোট কিছু কথা বুকে চষে আশা
ছোট ছোট কিছু কথা দানে ভালোবাসা।
ছোট ছোট কিছু কথা শুধু পিছু টানে
ছোট ছোট কিছু কথা ভাসে গানে গানে,
ছোট ছোট কিছু কথা হাসে নিরবধি
ছোট ছোট কিছু কথা সাজে মরা নদী।
ছোট ছোট কিছু কথা জ্বলে হয়ে তারা
ছোট ছোট কিছু কথা দেয়ই মনে নাড়া,
ছোট ছোট কিছু কথা ঘুরে আবদারে
ছোট ছোট কিছু কথা কেঁদে ফিরে আড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest