ছড়াঃ হদ্দ চাষা
ছড়াঃ হদ্দ চাষা
হাকিকুর রহমান
স্কন্ধে নিয়ে ঋণের বোঝা
হাল ঠেলে যায় চাষী,
খায় যে সবাই তাজা খাবার
সেই খেয়ে যায় বাসি।
সারাটা দিন রোদে পুড়ে
যায় করে সে চাষ,
ন্যায্য মূল্য না পেয়ে তাই
মিটে না তার আশ।
আগাম ফসল বুনেও তবু
মাথায় পড়ে হাত,
হিসেবটাতো আর মেলেনা
জোটেনা তার ভাত।
মধ্যস্বত্বভোগী যারা
তারাই গোনে কড়ি,
হদ্দ চাষা খেটেই মরে
মালিক ঘোরায় ছড়ি।
Subscribe
Login
0 Comments
Oldest