ছড়া- গাঁয়ের বঁধু
ছড়া- গাঁয়ের বঁধু
হাকিকুর রহমান
গাঁয়ের বঁধু পুকুর ঘাটে
যায় যে হেঁটে যায়,
ঝুমুর ঝুমুর পায়ের নূপুর
আলতা রাঙা পায়।
পাখির কুজন ভরায় সে ক্ষণ
বহে দখিন বাও,
কে ভিড়েছে নদীর ঘাটে
ময়ূরপঙ্খী নাও।
বঁধু হাঁটে আলতো পায়ে
নীলাম্বরীর বেশে,
ভর দুপুরে ভরা ভাদর
রৌদ্রছায়ায় মেশে।
ক্লান্ত পথিক সে পথ দিয়ে
কোন সুদূরে যায়,
গাঁয়ের বঁধুর রূপ দেখে সে
আঁড়ে আঁড়ে চায়।
রাখালিয়া বাঁশি বাজে
এ কোন মধুর সুরে,
প্রাণ ভুলানো সুরে সে আজ
নেয় যে ডেকে দূরে।
Subscribe
Login
0 Comments
Oldest