জব্বর আলীর পদ্য
জব্বর আলী বাজন শিখে
খান ন’ দশেক পদ্য লিখে
হইছি ভাবে মস্ত বড় ছড়াকার,
এই দুনিয়ায় কে সে আছে
ঘেঁসবে যে এই বীরের কাছে
নই কি আমি রম্য কথার রূপকার!
ভাব না সঁপে ছেনে ছড়া
মানে এ’ তো ডালের বড়া
এরচে’ সুরেল কোথায় পাবে ছন্দ তাল!
রচুক না সুর যত্নে যতো
পারবে কি কেউ আমার মতো
সূক্ষ্ণ তালে রাখতে উঁচে স্কন্ধ ভাল!
হঠাৎই সেই জব্বর আলী
চুপসে হলো হাটের চালি
থাকলো না ক্যান আগের দরে নৃত্যে মন?
খবর এলো লাইব্রেরীতে
বই পেয়ে এক আচম্বিতে
সেদিন সে বেশ পড়ছে নিয়ম কিছুক্ষণ।
Subscribe
Login
0 Comments
Oldest