জাগো বাহে কোনঠে সবায়
জাগো বাহে কোনঠে সবা্য়
উত্তাল জনতার মুখে মুখে শ্লোগান
মুখরিত রাজপথ।
একজন আলোকিত মানুষ
সেদিন মিছিলের অগ্রভাগে ছিলেন
অকুতোভয়,বীর ।
পশ্চিমাদের অত্যাচারের বিরুদ্ধে
বজ্রকন্ঠে আওয়াজ তুলেছিলেন-
লাল,সবুঝ তার মাঝে হলুদে মিশেল
পতাকার স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে,
জাগো বাহে কোনঠে সবায়
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ।
মুক্তিকামী মানুষদের মুহুর্মুহু চিৎকারে
প্রকম্পিত শহর,বন্দর,গ্রাম।
তর্জনী উচিঁয়ে তিনি বলেছিলেনে
এবার তোমরা আমাদের আর
দাবাইয়া রাখতে পারবা না।
সেদিন মিছিলে বৃষ্টি ঝরেছিল
মুহুর্মুহু গর্জনে ধূয়ার কুন্ডলি
উড়েছিল আকাশে-
বাতাসে ছড়িয়েছিল পোড়াটে গন্ধ,
পিচঢালা পথ রক্তে রঞ্জীত হয়েছিল,
এখানে,সেখানে পড়েছিল লাশের সারি ।
তবুও তিনি পিছপা হননি
তিনি ছিলেন শোষীত মানুষের পক্ষে
শোষকের বিরুদ্ধে,
আর সেদিন থেকেই একটা সবুজ শ্যামল
স্বাধীন বাংলাদেশের মানচিত্রের জন্য
মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়।
আলোকিত মানুষকে সাথে নিয়ে
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ
জাগো বাহে কোনঠে সবা্য়
জাগো বাহে কোনঠে সবা্য় ।।