জীবন ডায়েরির পাতা
আমার জীবন ডায়েরির পাতা গুলো
একে একে এভাবেই শেষ হ’লো
নক্ষত্র রাত্রির স্নিগ্ধতার নিকটে
ধোঁয়াশার অন্ধকারে।
এ এক নূতন পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানচিত্র
মিশর কিংবা ব্যাবিলনের ইতিহাস।
রক্তের তলোয়ারে সময় বিদ্ধ
হাতের শিরার নাগালে;
কয়েকটি নীল উঁচু অট্টালিকা ক্ষয়ে গেল
সম্পূর্ণ নিরাপদ নিয়মের বাইরে থেকে –
আমি ফিরে আসি বাঁকা পথের শীর্ষ রাস্তা ধরে
যদি একবারও চেনা শহরের পথে ফিরে আসি
তবে দুঃখের কাহিনীটা সমবেদনা নিয়ে
মাপতে চাই টেমস নদীর গভীরতা কিংবা মিশরের শায়িত সমাধির অতীত লাশের সংখ্যা।
ল্যাম্পপোস্টের আলোতে লিখেছি উপন্যাসের শিরোনামের পাতা কিন্তু এই উপন্যাসই শেষ হয়েছে
মুখ থেকে কালকুটের রেখার দাগ লাগিয়ে।