জীবন নয় ধোয়া
জীবন নয় ধোঁয়া
আহমেত কামাল
প্রেম বলনা আমাকে আর।জলের পতন ঘটে।
দু’চোখে। সমুদ্র যদি বলো। সেটাও
আমার জন্মগত প্রশ্রয়।
ভাসিয়ে নিচ্ছি নিজেকে। এ ঘাট হতে ও- ঘাটে।
সরল দুপুরে
তরঙ্গ নেমেছিলো দু’চোখে
কাউকেই কিছু বলিনি।
ঈশ্বরের কাছে প্রশ্ন রেখে
অন্যরকম একটা জীবন ছেয়েছি
অথচ
ঈশ্বর তাড়াহুড়োর ভঙিমায় দেখিয়ে দিলেন
পৃথিবীর সব ধোঁয়া।
Subscribe
Login
0 Comments
Oldest