জীবন যুদ্ধ
ঘন কালো মেঘ জমে মনের কোণে ।
ব্যক্ত করা যায় না , কত ঝড় বয়ে যায় মনের ভেতর ।
ভেঙে চুরমার হয়েছে মন কত শত আঘাতে ।
কিছু একটা ছিল জীবনে যা ছাড়া বেঁচে থাকব কল্পনাও করতে পারতাম না ।
আজ তা ছাড়া ও দিব্য বেঁচে উঠতে শিখে যাই ।
কারন মানিয়ে নিতে পেরেছি ।
অন্তর থেকে না হলেও বাইরে থেকে ভালো থাকার ভান করতে শিখে গেছি।
দেওয়ালে পিঠ ঠেকে গেছে শতবার ।
মুখে মিষ্টি হাসি রেখে ভালো থাকার অভিনয় করে চলেছি সবাই ।
সব কিছুকে তুচ্ছ করে পুনরায় ঘুরে দাঁড়াতে হয়েছে ।
কত চেনা মুখ কত পরিচিত হাত ছেড়ে গেছে মাঝ পথে ।
তবু জীবন কারো জন্য থেমে যায় নি ।
পারা না পারা ,চাওয়া না চাওয়া
, চেয়ে না পাওয়া আর পেয়ে না চাওয়া , হার জিত , কিংবা হেরে জিতে যাওয়া জিতেও হেরে যাওয়া এটাই জীবনের ছন্দ ।
তবে যাই হোক শত অসহ্য লাগুক এ জীবন দাঁতে দাঁত চেপে টিকে থাকতে হয় মৃত্যু অব্দি ।
বেশ কিছুটাদিন আর তার পরে মৃত্যু এসে ইতি টানে দেবে।
শুধু চিতার আঁচ কিংবা মাটির কবর সে যাই হোক প্রকৃতিতে লীন হওয়ার অপেক্ষা ।
তত দিন না হয় শত বার দেওয়ালে পিঠ ঠেকে গেলেও পুনরায় ঘুরে দাঁড়াতে থাকি।
জীবন যুদ্ধে টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে হয় ।