জেগে ওঠো
মেনে কি নেবে তুমি মিথ্যার এক বিশাল আস্ফালন
যেটা লালন করে তোমার মা,বাবা, ভাই বোন,স্ত্রী,সন্তান-
তোমার সমাজ
ফেলে দিতে চায় তোমায় মিথ্যার অন্তিম কারাগারে,
মেনে কি নেবে।
বল মেনে কি নেবে?
গায়ের এক সরলা রোমনী ধর্ষিত হোক
তোমার শহরে,
বৃদ্ধরা পড়ে থাক বৃদ্ধাশ্রমে
বিনিদ্রিত কতক অমানিশা কেটে যাক তাদের জেগে জেগে।
চাও কী!
কোনো সহায়হীন এক জননীর বুকে-
লাথি মারুক ওরা
ঐ হিংস্র অমানবের দল
মস্তকে রাজার মুকুট পরে।
বল চাও কী!
ক্ষুদার্থরা নিস্পেশিত হোক প্রতিটি ক্ষণে,
অনাথ শিশুদের আশ্রয় হোক শিশুশ্রম
আমার সমাজটা পড়ে থাক যুগ যুগ পিছনে ফেলে আসা
সেই আদিম যুগে।
বল তুমি কি মেনে নেবে?
তবে বল আর কতদিন জেগে রবে ঘুমের ঘোরে,
আর কত রজনী কাটিয়ে দিবে অসার স্বপ্নে।
হে বন্ধু,
আমার এ চির কলঙ্ক মুছে দাও
সকলেই আস ফিরে।