ঠিকই তুমি হচ্ছ বড়।
আমরা সবাই
ধীরে, ধীরে হচ্ছি বড়।
সেই যেখানে
ছেড়ে এসেছে একলা জীবন!
বড় হচ্ছি জলের ভিতর
মাছেরা যেমন
কি খেয়ালে ডুবেছে মন
তাদের মতন।
সাঁতরে ওঠা
জলের উপর হঠাৎ,হঠাৎ,
আকাশ ধরার বায়না নিয়ে
হলুদ ফড়িং!
ঐ যেখানে তমাল বনে,
বর্ষা -মেঘে
কানুর বাঁশি সুরে, সুরে
দিল জাগিয়ে।
একলা ঘরে চমকে উঠি
রাধার মতন,
আমরা তেমন হচ্ছি বড়
কবে মিলন?
তুমি কি আর থাকতে পারো
একলা বসে?
সময় এখন রেলের গাড়ি
আমায় নিয়ে।
তোমায় ভেবে এতদূরে
চলে এলাম,
থাকতে পারো ছোট্ট কি আর!
ঠিকই, তুমি হচ্ছ বড়।
Subscribe
Login
0 Comments
Oldest