ডাইনি বুড়ি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ডাইনি বুড়ি
– শফিকুল ইসলাম বাদল

ডাইনি যখন ডাইনে বামে তাকায় তখন
আগুন ঝরে; আগুন লাগে যখনতখন।
আগুন লাগে শাল-পিয়ালের গভীর বনে;
আকাশ পুড়ে, বাতাস পুড়ে সেই দহনে।

ডাইনি বুড়ির চোখের আগুন পোড়ায় শহর;
ছাই হয়ে যায় জনপদের সব বাড়িঘর।
ফুলের বাগান ছাই হয়ে যায় সেই আগুনে;
আগুন জ্বলে শীত সকালে, সাঁঝ ফাগুনে।

ডাইনি বুড়ির চোখের তারায় আগুন উড়ে;
মানুষ পুড়ে খাক হয়ে যায়, হৃদয় পুড়ে।
অগ্নিগিরির বহ্নিশিখা শীত-ফাগুনে;
সমাজ পুড়ে, দেশ পুড়ে যায় সেই আগুনে।

ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি বাঁচবে কতো?
হাজার লক্ষ বছর, কিংবা ইচ্ছেমতো!
মরলে তুমি, বাঁচবে হাজার লক্ষ মানুষ;
চুপসে যাবে তোমার যাদুর রঙিন ফানুস।

রচনাকাল, ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২১।

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।