ডাকচিঠি-২৮
এভাবেই সবকিছুই শেষ করে দিতে পারি
ধুলো কিংবা বারুদের স্তূপের মতো
আবারও প্রচুর অভিমানী কল্পনা শূন্য হৃদয়ে জমে।
নক্ষত্র উপগ্রহের মাধ্যমে দিকভ্রান্ত পথিকের মন ভালো নেই – পোড়া ছাইয়ের গন্ধ চোখের জল পুলকিত হয় অন্তরের ব্যথার প্রবৃত্তি হৃদে।
মনে পড়ে যায় ছেলেবেলার ছেলেমানুষী
হারিয়ে হারিয়ে শৌণিত চিত্রের বর্ণবাদী ব্যঘাতে ।।
Subscribe
Login
0 Comments
Oldest