ডাকচিঠি-৩২
সমুদ্র জুড়ে রয়েছে দেশপ্রেম
পৃথিবীর সবচেয়ে দামী জিনিস এটাই যথেষ্ট বরং প্রাণের পুরো আবেগ অনুভূতি মিলেমিশে একাকার হয়
কারো অপেক্ষায় দাঁড়িয়ে কিংবা কারো দেওয়া অপমানে হাজারো মানুষের বিরুদ্ধে আইনের বিচারক নিজের মনকেই দিতে হয়।
পথের মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাছের পাতা হলুদ হয়ে যায় বহুবছর কিছু না লিখতে পারার অসহ্য যন্ত্রণায়।
কেউ কথা রাখেনি , কেউ কথা রাখতে জানে না
শুধু এমনি একটা নির্দিষ্ট সীমানা পেরিয়ে ধ্রুববিন্দুর চন্দ্রালোকিত পথে প্রেমের প্রস্তাব গ্রহণ না করার অপরাধে।
হে ঈশ্বর নশ্বর মায়াজাল বুনে স্বপ্ন পূরণ করতে ভালোবাসার ঠিকানা হলদে জীবনসঙ্গী নির্বাচনে আহত হয়েছে প্রাণের টানে
অজস্র জন্ম ধরে রাখতে পারিনি তাঁকে ক্ষমা করে দিও সন্ধ্যা বেলায় পথের মোড়ে সামনাসামনি দেখা হওয়ার বেদনার সম্মুখে মতো।।