ডাকচিঠি-৩৩
চিঠি আসলো আমার হৃদয়ের কারখানায়
মেঘ বৃষ্টি ঝড় কে উপেক্ষা করে
তেমনি উপেক্ষা যেমন উপেক্ষা তুমি করে থাকো আমার উপরে, ঠিক তেমনি মনে হয়
হাজার বছর ধরে আমি তোমার চোখে বিপ্লব আনতে চেয়েছি
নক্ষত্র উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইট এর পৃথিবী হাতের মুঠোয় ভরে
তুমি তা চাওনি কখনও
মুখোমুখি দাঁড়িয়ে থাকার অপেক্ষা করনি কখনো
রাত্রির নিকটে নিস্তব্ধ চাদরের নিচে হালকা শীত ধরে
কুয়াশা শিশির ভেজা ঘাসের উপর দিয়ে খুব সততার সাথে তোমার হেঁটে চলে যাওয়া
তবুও তুমি পিছে ফিরে একবার চাওনি !!
উল্টো পথের মোড়ে জ্বলে যাওয়া বাড়িটার দিকে তাকালেই দেখি কয়েকটি কয়েকটি জীর্ণ কাঠ আধপোড়া পড়ে আছে মাটিতে
তাঁদের অন্তরে খুবই বিরহ ভরা যেমন বিরহ কেউ কারো প্রিয়জন দিয়ে থাকে ঠিক তেমন।।