ডাকচিঠি-৩৪
এখানে নিঝুম দ্বীপ
হৃদয়ের মাঝে আলো।
তোমার চোখের অপলক দৃষ্টিতে
হয়েছি আমি খুব ভালো।
কারো নও শুধু মাত্র এভাবেই দুজন দুজনে একসাথে পৃথিবীর মানচিত্রের পাতায় জোড়া দিয়ে যায় ছেঁড়া পাতা বদলে নীল খামের চিঠিতে।
কখনও মুখোমুখি দাঁড়িয়ে থেকেছি খুবই কাছে
তবুও বলা হয়নি সেই কথাটি, যে কথাটি একটি পুরুষ একটি মহিলাকে বলে থাকে প্রথম জীবনে।
রক্ত রেণু দিয়ে এই পৃথিবীর সাফল্য তুমি এনেছো
তবুও তোমাকে আমি নিজের মতো চিনতে পারিনি কারণ
সবাই তো সবার মতো হয়ে গেছে
আমিও তো আমার মতো হতে চেয়েছি।
হাতের শিরা বিশুদ্ধ প্রেমের সংকেত
ভূমিকম্পের মতো কাঁপন ধরায় হৃদয়ের গভীরে
প্রেম বৃক্ষের ফুল এভাবেই সবার অজান্তেই ফোটে আবার সবার অজান্তেই হারিয়ে যাওয়া সেখান থেকে
কেউ কোনদিনও জানতে পারে না ব্যথা বরং হাসি মুখে থাকলেই মনে হয় দুঃখ সব উবে গেছে
আসলে তা কখনোই হয় না। এটাই একটি জীবন এটাই বাস্তবতা।।