ডাকচিঠি-৯
নীলকন্ঠ ফুল ফোটে আর ঝরে
আমার প্রেমিকা প্রেমিক পুরুষ খোঁজে;
পুরুষ হারায় শুধু প্রেমিকার মন
প্রেমিকারা হারায় তবুও নবীনত্বে;
নতুন প্রেমিকেরা আসে যখন
অন্যের প্রেমিকাদের কাছে,
লাল গোলাপ নীল গোলাপ
ভালোবাসা হয়ে ফোটে।
প্রেমের চিঠি নীল ডায়েরি
হয়তো কোনো এক উপন্যাস গড়ে,
তবুও প্রবীন প্রেমিকেরা
প্রাক্তন প্রেমিকাদের খোঁজে।
ইতিহাস পার হয় মৃত্যুর দিকে
সভ্যতা প্রবহমান আজকের দিনে
প্রেমের ডাকচিঠি চোখের জল ফেলে
মৃত হয় তবে প্রাক্তন প্রেমিকের মন।
ঘর্মাক্ত ঘায়েল হয়
পড়ে থাকা ফুলের মতো-
জানি আমি দপ করিয়া
জ্বলে ওঠে আমার মনের শত ফুল বাগান।
১০/০৯/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest