তুমি কাছে থাকলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আরেকটু
থাকো কাছে
ঐ দেখো গোধূলি
লালিমার রক্তিম রঙে সেজেছে,
মুক্ত বিহঙ্গরা উল্লাসে নীড়ে ফিরছে;
এমনই লগনে আরেকটু থাকো না কাছে।

তুমি
কাছে থাকলে
হৃদয়ের সবুজ অরণ্যে
প্রভাতের শীতল শিশির ঝরে,
উদ্যানে ফুটে অজস্র রঞ্জিত ফুল;
আলোকিত হয় নীলিমা নীল নীলাম্বরী সাজে।

তুমি
কাছে থাকলে
বিগত নষ্টচেতন কষ্ট
সবই ভুলে যাই অক্লেশে,
অন্দরে আমার শঙ্খের ধ্বনি বাজে;
আমি বিহ্বল হই তোমারই উষ্ণ পরশে।

আরেকটু
থাকো কাছে
শহরের বুকে এখনই
জ্যোৎস্না ছড়িয়ে সন্ধ্যা নামবে,
অঙ্গুলির আলিঙ্গনে হাঁটবো দুজন কাশবনে;
তারপর দুজন ফিরে যাবো যান্ত্রিক কোলাহলে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।