তুমি চাইলেই পারো
তুমি
চাইলেই পারো
বন্দি রেখা পেরুতে
কাছেই তোমার সুনীল সমুদ্র,
আমি কষ্টের সমুদ্রে হয়েছি ঢেউ;
তুমি চাইলেই উত্তাল তরঙ্গ থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
মুক্ত বিহঙ্গিনী হতে
কাছেই তোমার স্বপ্নিল আকাশ,
আমি দুঃখের আকাশে হয়েছি মেঘ;
তুমি চাইলেই অবিরাম বৃষ্টি থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
বাঁধন ছিঁড়ে বেরুতে
কাছেই তোমার সবুজ পাহাড়,
আমি যন্ত্রণার পাহাড়ে হয়েছি ঝরনা;
তুমি চাইলেই ছুটন্ত জলধারা থামাতে পারো।
তুমি
চাইলেই পারো
ফেরারি মন ছুঁতে
কাছেই তোমার প্রেমিকের হৃদয়,
আমি ক্লেশের হৃদয়ে করেছি রক্তক্ষরণ;
তুমি চাইলেই কোমল পরশে থামাতে পারো।
Subscribe
Login
0 Comments
Oldest