তুমি দূরে চলে গেলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি দূরে চলে গেলে
তোমার প্রতি আমার ভালোবাসা যায় বেড়ে।
তুমি দূরে চলে গেলে
চোখের আড়াল হও যত;
আমার মনের মধ্যে প্রকট হও তত।

তুমি দূরে চলে গেলে
তোমার কন্ঠস্বর যত মিলিয়ে যায়;
আমার সঙ্গীত তোমার নূপুরের বোলে তত ধন্য হয়।
তুমি দূরে চলে গেলে
তোমার হাসির সমুদ্রের গর্জন যত কমে যায়;
তোমার হৃদস্পন্দনের ধ্বনি আমার বুকে তত জোরালো হয়।

তুমি দূরে চলে গেলে
তোমার কেশের গন্ধ যত হারিয়ে যায়;
তোমার কেশের বিক্ষোভের ফলে সৃষ্ট ঝড়ে ধুলো আমার সর্বাঙ্গ ঢেকে দেয়- আমি সেই গন্ধে ডুবে থাকি।
তুমি দূরে চলে গেলে
যত চোখের আড়াল হয়ে যাও;
আমার হৃদপিন্ডের দেওয়ালে রক্তাক্ষরে লেখা তোমার নামের উজ্জ্বলতা তত বেড়ে যায়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১০/২০২৩

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 200Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।