তুমি বঞ্চিত নও
জগতের ইতিহাসবিদ যারা
তোমায় বঞ্চিত করেছে তারা।
জগতের যারা ইতিহাসকার
ইতিহাসে শুধু বেঁধেছে রাজার ঘর।
গুমরে মরেছ তুমি
রক্তে ভেসেছ তুমি।
ইতিহাস জুড়ে শুধু ধনী
পাইনি তোমার অশ্রু-কলধ্বনি।
তোমাকে পড়িনি তাই কি!
তোমাকে দেখেছি বৈকি।
তুমি নেই পুঁথিতে
আছো তুমি ভূতলেতে।
হত-দরিদ্র তুমি!
দীন-দরিদ্র তুমি!
অতি-দরিদ্র তুমি!
তুমি আছো যুগে যুগে
ফুটপাতে বেঁচে-খেয়ে, ভুগে ভুগে।
দেবতা তুমি, নর-নারী নও
আমার তুমি, বঞ্চিত নও।।।
Subscribe
Login
0 Comments
Oldest