তুমি বঞ্চিত নও

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জগতের ইতিহাসবিদ যারা
তোমায় বঞ্চিত করেছে তারা।
জগতের যারা ইতিহাসকার
ইতিহাসে শুধু বেঁধেছে রাজার ঘর।

গুমরে মরেছ তুমি
রক্তে ভেসেছ তুমি।
ইতিহাস জুড়ে শুধু ধনী
পাইনি তোমার অশ্রু-কলধ্বনি।

তোমাকে পড়িনি তাই কি!
তোমাকে দেখেছি বৈকি।
তুমি নেই পুঁথিতে
আছো তুমি ভূতলেতে।

হত-দরিদ্র তুমি!
দীন-দরিদ্র তুমি!
অতি-দরিদ্র তুমি!

তুমি আছো যুগে যুগে
ফুটপাতে বেঁচে-খেয়ে, ভুগে ভুগে।
দেবতা তুমি, নর-নারী নও
আমার তুমি, বঞ্চিত নও।।।

0

Publication author

offline 2 years

অতীক

0
আমি 'টাকী সরকারী মহাবিদ্যালয়' এর তৃতীয় বর্ষের সাম্মানিক বাংলা সাহিত্য বিভাগের ছাত্র। কবিতা লেখালেখি আর কবিতা পড়া আমার ভালোবাসায় জড়ানো।
Comments: 0Publics: 6Registration: 13-10-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।