তুমি বড্ড অভিমানী মেয়ে
তুমি বড্ড অভিমানী মেয়ে,
সেদিন হঠাৎ পায়ের জুতো ফেললে ঝিলের জলে
বললে হাটতে হচ্ছে অসুবিধে তোমার ঐ উচু হিলে।
আসল কথা হলো
বলেছিলাম কেন,”উচু হিল তোমার কি লাগে ভালো?”
সেদিন যখন হাটছিলাম পাশাপাশি
হঠাৎ তুমি চুপচাপ রইলে মুখ ঘুড়িয়ে,
অবোধ আমি বুঝার সাধ্য কি আছে!
কখন কোথায় কার পানে ছিলাম একটু তাকিয়ে।
গতকাল শ্মশানে
সবাই যখন রইল চেয়ে চিতার কাঠের আগুনে
আর তুমি ভয়ে গুটিয়ে রইলে দাড়িয়ে এক কোনে।
আজ তুমি করলে অভিমান, দেইনি কেন স্বান্তনা,
কাল কেন তোমার বাবা মায়ের সম্মুখেই ধরিনি তোমায় জড়িয়ে!
তুমি বড্ড অভিমানী মেয়ে।
শাড়িতে এমনিতেই লাগে ভালো,
এলেও সেদিন একখানা নীল শাড়ি গায়ে জড়িয়ে,
চারদিকে তাকিয়ে করলে অভিমান
কেন বললাম না কাল আজ পহেলা বৈশাখ
আর বৈশাখে আসতে হয় লাল হলুদে।
আইসক্রিম তোমার লাগে ভালো সে আমার জানা
তোমার টাকায় তোমার কেনা আইসক্রিম ফেললে ডাষ্টবিনে,
রাগের কারণ সেও নাকি আমি!
করিনি কেন পরিষ্কার আমার রুমালে,
লেগে থাকা আইসক্রিম তোমার ঠোঁটের কোনে।
“ও” মেয়ে এতো অভিমান তুমি কোথায় পেলে?
কাল যখন উড়ছিল আমার ঘুড়ি পাশের বাড়ির ছাদে
হঠাৎ কেন তোমার সাদা মুখ হয়ে গেলো ফ্যাকাশে?
পরে বুঝেছিলাম,
আমি কেন আমার ঘুড়িয়োও যেন না থাকে কারো বাড়ির আকাশে।
০৮/১১/২০২০