তুমি যদি আমার হয়ে যেতে
তুমি যদি আমার হয়ে যেতে,
তাহলে আমি আর কবিতা লিখতাম না- কোনদিনও না।
সবসময় তোমায় নিয়ে ব্যস্ত থাকতাম।
তোমায় কীভাবে সাজাবো সেই ভেবে ভেবে আকুল হতাম।
তোমার সাথে জ্যোৎস্নার আলোয় স্নান করতাম! অলস দুপুরে নিঃসঙ্গ ঘুঘুর উজাড় করা ডাকে তুমি-আমি পুকুর ঘাটে বসে গল্প করতাম।
আমি তোমার দুঃখের সঙ্গী হতাম
তুমি আমার চোখের জল মোছাতে।
তোমায় নিয়ে তখন স্বপ্নে নয়
বাস্তবেই হারিয়ে যেতাম রূপকথার দেশে!
সূর্যের সব আলো নিয়ে এক উজ্জ্বল মুকুট বানিয়ে তোমার মাথায় পরিয়ে দিতাম-
তুমি হয়ে যেতে এই মহাবিশ্বের মহারানী!
সত্যিই তুমি যদি আমার হয়ে যেতে
তাহলে আমি আর কবিতা লিখতাম না।
‘কল্পনা’র দাস হতাম না, হতাম তোমার পূজারী।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/৯/২০২৩