তুমি শ্যামা তুমি কালী
তুমি শ্যামা তুমি কালী
তুলোশী চক্রবর্তী
তুমি শ্যামা তুমি কালী ভবতারিনী রুপে ভয়ঙ্করী!
তুমি তারা মহামায়া আদ্যাশক্তি মহেশ্বরী!!
দানব মধুকৈটভ শুম্ভনিশুম্ভ ধুম্রলোচন!
আরো চন্ডমুন্ড রক্তবীজ সব বধ করে বাঁচালে ভুবন!!
তুমি সুন্দরী সতী দক্ষযঞ্জ বিনাশিনী!
তুমি মেনকা কন্যা উমাবতী শিবের গৃহিনী!!
তুমি মা সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী!
নীল পর্বতে তুমি কামাক্ষ্যা তুমি কাত্যায়ন কন্যা কাত্যায়নী।!
সৃষ্টি রক্ষা হয় জানি তোমারি কৃপায়!
তাই পশুপাখি মুক্ত আজ ,মানুষ অসহায়।
মানুষের ব্যভিচার করো মাতা ক্ষমা !
হে হরবধূ শিবানি শ্যামা !!
অসাধুরে বিনাশ করো সাধুরে করো পরিত্রাণ!
ত্রিলোক জননী তুমি নেই কেউ তোমার সমান !।
প্রদীপ জ্বেলে ডাকছি মাগো একটু সাড়া দিও!
হে দুঃখবিনাশিনী মা হাজার কোটি প্রনাম নিও।।