তুমি সন্ধান তুমি সন্তান
তুমি সন্ধান তুমি সন্ধান তুমি সন্তান হয়ে আস
তুমি চিন্তন তুমি ইন্ধন তুমি বন্ধন হয়ে আস
তুমি সংসার তুমি সংহার তুমি বিজ্ঞান হয়ে আস
তুমি সুন্দর তুমি প্রেম তুমি স্বপ্ন ভালবাস
তুমি ক্লান্তি তুমি শ্রান্তি তুমি ভ্রান্তি হয়ে আস
তুমি শুভ্র তুমি অভ্র অবারিত স্বপ্ন রাশ।
প্রতীক্ষা শুধু প্রতিক্ষা তুমি কখন এসে হাস
তুমি ক্ষেদ তুমি ক্লেদ নির্দয় অভিলাষ
তুমি ভূমি প্রতিনিধি এই মহা বিস্বর
প্রাণপ্রীয় এই আত্মার তুমিই যেন ঈশ্বর।
Subscribe
Login
0 Comments
Oldest