তোকে দেখার অনুভূতি
হয়তো দেখেছিলাম প্রথম তোকে
কোনো একদিন সন্ধার মুহূর্তে …
বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতিতে ।
প্রথম দেখেই তোকে
অন্য অনুভূতি জেগেছিলো আমার মনে…
তার পর থেকে তুই শুধুই ,
আমার মনের সঙ্গপনে ।
ভালো লাগা শুরু,
শুধুই তোকে দেখে…
তুই ছাড়া মন লাগে না আর,
অন্য কাউকে ।
আলতো কেশে ঢাকা,
তোর ওই মায়াবী চোখ….
দেখে আমি বিভোর,
ঐ রূপের রহস্যময় অপলক ।
জানিনা সে কি কারণ,
মন শুধুই তোকে ভাবে সারাক্ষণ ।
মন শুধুই তোর সঙ্গ চাই
তোকে পেতে চাই প্রতি মুহূর্তের বাস্তবতায় ।
এই মন আজ বলছে তোকে প্রতিক্ষণ
তুই কি আমার হবি সারাজীবন ?
তোর জন্য বাড়ালাম হাত
রাখতে পারিস হাত এই হাতটাতে …
চলবো অনেক অচেনা পথ,
সারাজীবন একসাথে ।
বিশ্বাসের বন্ধনে বাঁধবো তোকে
রাখবো তোরে যতনে…
প্রেমের বন্ধনের এই বাঁধনে
বাঁধা থাকবো দুজনে ।
যতই আসুক হাজার বাধা,
যতই আসুক ঝড়…..
শক্ত করে জড়িয়ে রাখবো এই বুকে, করবো না তোকে পর ।
আমার আমি.. আমাকে পর করে ,
তোকেই আপন করতে চাই….
ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে,
তোর সাথে থাকবো তাই ।।
—— সমাপ্ত ——