তোমাকে ভালোবাসলে সব ভালোবাসা হয়ে যায় – অর্ঘ্যদীপ চক্রবর্তী
তোমাকে ভালোবাসলে সব ভালোবাসা হয়ে যায়।
এই প্রকৃতি, এই পৃথিবী, মাথার উপরের আকাশ, দূরের সূর্য, চাঁদ……
ইউরেনাস, নেপচুন, প্লুটো….
অগণিত তারা……
আকাশগঙ্গা, আরও যত ছায়াপথ আছে…..
নাম বলা হলো না, নাম জানা নেই এমন যা কিছু আছে…..
স্বয়ং ঈশ্বরকেও-
তোমার মধ্যে দেখতে পাই!
তুমি সবাইকে নিয়ে আছো।
তাই তোমাকে ভালোবাসলে সব ভালোবাসা হয়ে যায়।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest