তোমায় নিয়ে বাঁচা
রবিঠাকুর,যেদিন তুমি,
আমায় দিলে,আকাশ,
মনের মাঝে, ইচ্ছে জাগে,
ভাসাই, ভেলা জাহাজ।
সে জাহাজে, থাকবে শুধু,
আমার ভাষা বাংলা,
সারা আকাশ, ঝরবে মধু,
তোমায় নিয়ে বাঁচা।
Subscribe
Login
0 Comments
Oldest