তোমারই চোখে দেখি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনন্ত
নক্ষত্র জ্বলন্ত
বহুরূপে সেজেছে দিগন্ত
চিত্তের অরণি জ্বলে অভ্রান্ত,
আমি বসে জাগরণে শহরটা ঘুমন্ত;
তুমি আসবে বলে পেড়িয়ে তোমার সীমান্ত।

উড়ন্ত
জোনাকিরা ছুটন্ত
বৃক্ষশাখায় ফুলেরাও ফুটন্ত
পুলকিত হৃদয় আমার অশান্ত,
বক্ষেরই জমিন উর্বর প্রেমে বাড়ন্ত;
যতোটা করেছি লালন সবটাই ছিলো একান্ত।

অক্লান্ত
কুহেলি পড়ন্ত
মৃত্তিকার দূর্বাদল পর্যন্ত
শীতের আগমনে সমাপিত হেমন্ত,
নূপুরের ধ্বনিতে তোমারই চরণ চলন্ত;
সুদূরে দেখি আমি সুনিপুণা অবয়ব প্রাণবন্ত।

অফুরন্ত
প্রেমে আক্রান্ত
বিক্ষিপ্ত মন প্রশান্ত
সম্মুখে দাঁড়িয়ে তুমি জীবন্ত,
কোমল গ্রীবায় বাহু রেখে ঝুলন্ত;
তোমারই চোখে দেখি আমার প্রেমের বসন্ত।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।