তোমারই চোখে দেখি
অনন্ত
নক্ষত্র জ্বলন্ত
বহুরূপে সেজেছে দিগন্ত
চিত্তের অরণি জ্বলে অভ্রান্ত,
আমি বসে জাগরণে শহরটা ঘুমন্ত;
তুমি আসবে বলে পেড়িয়ে তোমার সীমান্ত।
উড়ন্ত
জোনাকিরা ছুটন্ত
বৃক্ষশাখায় ফুলেরাও ফুটন্ত
পুলকিত হৃদয় আমার অশান্ত,
বক্ষেরই জমিন উর্বর প্রেমে বাড়ন্ত;
যতোটা করেছি লালন সবটাই ছিলো একান্ত।
অক্লান্ত
কুহেলি পড়ন্ত
মৃত্তিকার দূর্বাদল পর্যন্ত
শীতের আগমনে সমাপিত হেমন্ত,
নূপুরের ধ্বনিতে তোমারই চরণ চলন্ত;
সুদূরে দেখি আমি সুনিপুণা অবয়ব প্রাণবন্ত।
অফুরন্ত
প্রেমে আক্রান্ত
বিক্ষিপ্ত মন প্রশান্ত
সম্মুখে দাঁড়িয়ে তুমি জীবন্ত,
কোমল গ্রীবায় বাহু রেখে ঝুলন্ত;
তোমারই চোখে দেখি আমার প্রেমের বসন্ত।