তোমারই পথ চেয়ে – অসীম চক্রবর্ত্তী
ভোরের বেলায় গবাদি যুগল খানির
বাঁধন খুলেই দিলাম খামার মাঝে
হংস জোড়ায় মজায় ছোট্ট ঘড়ে
মনের খুশির আদর মেখে মরে
সকাল সকাল স্নানটি আমি সেরে
নতুন শিফন হলুদ শাড়ি পড়ে
কপালে ও টিপ মাথায় বেঁধে খোপা
পায়ের নূপুর লাগছে কনকচাঁপা
কুঞ্জকানন অঙ্গন মোর সেজে
কাসর ঘণ্টা শাঁখের উলু বেজে
কানন ভরেই শিউলি মল্লিকা ফুটে
গন্ধ ভারী পক্ষী সকল জুটে
গঙ্গা জলেই শান্ত শীতল করে
শয়ন পেতেই দাড়িয়ে আমার ঘড়ে।
আজকে বাতাস বইছে ঢুলে ঢুলে
মধুর পরশে রঙিন ফুলে ফুলে
দুইটি শালিক চালতা গাছের ডালে
চঞ্চু খানির আদর মাখে গালে
অঙ্গন কোনে দেবকাঞ্চন ডালে
দুইটি ফিঙে নাচছে তালে তালে
দুয়ার খানি গো তোমার লাগি খুলে
পথের পানেই শুধুই মুখটি তুলে
হৃদয় মাঝারে ছটফটানির বুলি
জানলা ধারের লক্ষ্য দুরের টুলি।
মল্লিকা তার টকবকে যৌবনে
জানান দেয়যে উঁচিয়ে মোর কাননে
আমি মল্লিকা আমিও আজ এই ক্ষণে
চাই যে আসবে আজই মোর অঙ্গনে
হিংসে হয়গো ওদের শুধু দেখে
মেতেছে ওরা যে প্রেমের আদর মেখে
ভরা যৌবনের তৃষ্ণার্ত এই মেয়ে
দাড়িয়ে কুঞ্জে তোমার পথ চেয়ে।।