তোমার জন্যই লিখি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার জন্যই লিখি
– শফিকুল ইসলাম বাদল

তোমার জন্যই লিখি, বিখ্যাত হতে নয়;
তবুও খ্যাতিমান হতে ইচ্ছে করে।
আমি পথে হাঁটলেই বলবে সবাই,’ঐতো কবি!’
অটোগ্রাফ চাইবে কেউ কেউ;
অসংখ্য যৌবনাবতী নারী।

তুমি দেখবে;
জ্বলে উঠবে কি হিংসার আগুনে?
নাকি গর্বে ভরে উঠবে তোমার বুক;
আমার হাত শক্ত করে ধরে রাখবে তখন!

আমি তো তোমার জন্যই লিখি;
তোমার প্রতিচ্ছবিই আমার কবিতা।
তুমি ছাড়া প্রাণহীন আমার অন্তর;
গন্ধবিহীন ধূপ।

তুমিই আমার কবিতা;
আমার সর্বস্ব।
তবুও অমর হতে ইচ্ছে করে;
তোমাকে নিয়ে যেতে ইচ্ছে করে অমরাবতীর তরুছায়ে।

তাজমহল বানানোর টাকা নেই আমার;
আছে শুধুই কবিতার ভাবাবেগ।
শতবছর পরেও আমার কবিতা পড়ে বলবে সবাই,
প্রেমিকার জন্যই কবি লিখেছিলেন এই কবিতা।

তোমার ছবির পাশে আমার ছবি;
আমার ছবির পাশে তোমার ছবি।
অনন্তকাল আমরা দুজন পাশাপাশি রয়ে যাবো;
ভালোবাসার এক অনন্য উদাহরণ।

রচনাকাল: ঢাকা, ১৫ অক্টোবর ২০২১।

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।