তোমার নামে সন্ধ্যা সাজে 🌷
তোমার নামে সন্ধ্যা সাজে
গভীর রাতে নির্ঘুম বেদনার মত ..
মালকোষ বেজে উঠে তোমার নামে।
বড়ই বিচিত্র সে সুর..
গভীর অথচ কী তীক্ষ্ণ!
ঠিক,কে যেন ডাকে হাহাকার হয়ে..
সে কে! তুমি..?
স্মৃতি ঘুমের ঘোরে স্বপ্নে এলে বীনা হাতে..
আঙ্গুল গুলো তাঁরে তাঁরে বেজে উঠলো ঝনঝনিয়ে
হঠাৎ..
এ বুকের মাঝে চিন চিন ব্যাথা।
কে যেন বীনার তাঁর ছিন্নভিন্ন করে দিচ্ছে!
সে কে, তুমি?
দুপুরের বিদায় বেলায় চারিদিকে সিঁদুর খেলা ..
এত লালে কে যেন লাল পায়ে চুপিচুপি এসেছিল!
আলতার ছাপে ছিল ভালোবাসা আঁকা।
তারপর ও…
পাথে পরে থাকা ফুলটার মত !
আমি ও চেয়ে ছিলাম এক পলক,
কে যেন সে ফুল মারিয়ে দিয়েছে!
ফুলের গায়ে রক্ত..
সে কে, তুমি?
আমার উঠুন ঘিরে ঝিমুনি সন্ধ্যার চাতর নেমেছে।
চারিদিকে পিট পিট করছে জোনাকির রঙ,
ভোঁ ভোঁ শব্দ ছুটছে আকাশে,বাতাসে..
ভ্রমর ছুঁয়ে যাচ্ছে ফুলের শরীরে শিহরন খেলে..
এমন সুন্দর সময়ে কে যেন আগুন দিল!
চারিদিকে গাঢ় কালো দাগে ভরে উঠলো,
আবছা অন্ধকারে আগুন ধরিয়ে দিল..
আমার সাজানো উঠুনে ..
সে কে, তুমি..?
যে চাদর আমি বিছিয়ে ছিলাম আলতা ছাঁপের আশায়..
সে চাদর জ্বেলে তুমি আমার উঠুন পোড়ালে!
বোবা মালকোষ,ভাঙা বীনা, মরা ফুলের পরেও…
আজও.. ,’ তোমার নামে সন্ধ্যা সাজে’!
আমার…স্বপ্নের উঠুনে…
#মন_সায়রের_পাড়ে