তোমার বেলার শেষে
তোমার বেলার শেষে
আমার বিকাল নেমে আসে,
তোমার কথার মাঝে
আমার আবেগ গুলো ভাসে;
তোমার বেলার শেষে
মন কেমনেরা ভিড় করে-
রঙিন তুলি বুলোয় তারা
কত না দেখা স্বপ্নের পরে;
তোমার বেলার শেষে
ক্লান্ত মুহূর্তগুলোর মেলা,
করে বেড়ায় উৎসাহভরে
মন-প্রাঙ্গণের মাঝে খেলা!
Subscribe
Login
0 Comments
Oldest