তোমার যা তাই আমার – অর্ঘ্যদীপ চক্রবর্তী
বেঁচে আছি শুধু তুমি আছো বলে
আমার বুক ওঠানামা করে তোমার নিঃশ্বাস প্রশ্বাসে।
আমার চোখ নেই;
দেখি তোমার চোখ দিয়ে।
কবিতা লেখা?
তোমার কলম ধরার ফলে।
ভালো মন্দের বিচার করা?
তোমার বুদ্ধির জোরে।
আমার আছে কী, শুধু হাড়ের কাঠামো ছাড়া?
এই রক্ত মাংস চামড়া- সব তোমার।
আমার পূর্ণাঙ্গ দেহ বলে কিছু নেই,
তোমার যা তাই আমার।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest