তোমার স্মৃতি
তোমার স্মৃতি- রুদ্র কাওসার
আবেগের বাতাসে ভর করে,একদিন গোধূলির পাখি হয়ে,উড়ে যাবো তোমার শহরে!প্রেমের আলতা পালকে মেখে,কষ্টের কুয়াশা এই ঠোঁট ঘষে-কতপথ পাড়ি দিবো অন্ধকারে!রাতের নিস্তব্ধতা ভেদ করে,উল্কার মতো ছুটে যাবো নগরে!কোন এক কাক ডাকা ভোরে,তোমার স্মৃতি খুঁজে ফিরবো,নিভৃতে অনুসন্ধানী চাহুনিতে-খুঁজে ফিরবো তোমার স্মৃতি,কখনো খুঁজবো ফার্মগেটের আশপাশে,কখনো মানিক মিয়া এভিনিউ,চন্দ্রিমা উদ্যাণের সবুজ দুর্বা ঘাসে!নিউ মার্কেটের সেই দোকানে,সৌরগলির তিন রাস্তার মাথায় ,কখনো কাওরান বাজারের সেই, ফুসকার দোকানের কাঠের চেয়ারে!দৃষ্টি ক্লান্ত হলে দির্ঘশ্বাসে,ভেজা চোখে ফিরে যাবো উদ্বাস্তু’রঅসহায় পথহারা মানুষের ভিড়ে!